সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ২৭-২৮ অক্টোবর ঢাকায় বুদ্ধিস্ট আন্তর্জাতিক সম্মেলন
২৭-২৮ অক্টোবর ঢাকায় বুদ্ধিস্ট আন্তর্জাতিক সম্মেলন

ঢাকা প্রতিনিধি :: আগামী ২৭ ও ২৮ অক্টোবর বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সহায়তায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় বুদ্ধিস্ট হেরিটেজ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেভেলপিং সাসটেইনেবল এন্ড ইনক্লোসিভ বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড পিলগ্রিমেজ সারকিট ইন সাউথ এশিয়াস বুদ্ধিস্ট হার্টল্যান্ড’ শীর্ষক এ আন্তর্জাতিক কনফারেন্সটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ কনফারেন্সে দেশ-বিদেশের পর্যটন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন উদ্বোধনকালে ‘পর্যটন বর্ষ- ২০১৬’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কনফারেন্সে অংশগ্রহণের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের পর্যটন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি ইউএনডব্লিউটিও’র সেক্রেটারি জেনারেল ও মন্ত্রীদের জন্য ২৮ ও ২৯ অক্টোবর ২ দিনব্যাপী (ঢাকা-বান্দরবান-কক্সবাজার-সুন্দরবন-ঢাকা) একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হয়েছে।
টেকনিক্যাল ট্যুরটিতে আগত মন্ত্রী এবং বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতরাও অংশগ্রহণ করবেন। দেশের সম্ভাবনাময় বুদ্ধিস্ট হেরিটেজগুলোকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনসহ বাংলাদেশের পর্যটনের সার্বিক সম্ভাবনা তুলে ধরার উদ্দেশ্যে এ কনফারেন্স আয়োজন করা হয়েছে। আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫০ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা