রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দেশের অর্থনীতি নিয়ে জনমনে ভীতি ও উৎকন্ঠা দেখা দিয়েছে : সাইফুল হক
দেশের অর্থনীতি নিয়ে জনমনে ভীতি ও উৎকন্ঠা দেখা দিয়েছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক জনমনে হতাশা, ক্ষোভ ও বিভ্রান্ত দূর করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকে তারল্য পরিস্থিতিসহ দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অনতিবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জনগণের মধ্যে ইতিমধ্যে ভীতি ও গভীর উৎকন্ঠা দেখা দিয়েছে। শ্বেতপত্রে আমদানি -রফতানি,মেগা প্রকল্পের ঋণ ও সুদ, খেলাপী ঋণ, অর্থপাচারসহ প্রাসঙ্গিক সকল তথ্য থাকা দরকার। কারণ সরকারের নীতিনির্ধারক ও অর্থনীতবিদদের পরষ্পর বিরোধী তথ্য - উপাত্তে নানা সন্দেহ দানা বাঁধছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, একটি গোষ্ঠীর হাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তুলে দেওয়ায় আজ গোটা অর্থনীতিতে নৈরাজ্য দেখা দিয়েছে ; জনমনে অনাস্থা - অবিশ্বাস প্রবল হয়ে উঠছে। দূর্ভিক্ষের অগ্রীম ঘোষণায় জনআতংক আরও বেড়ে চলেছে।
তিনি বলেন, মানুষের চরম কষ্টের মধ্যে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ এর ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব চরম দায়িত্বহীন ও জনগণকে শাস্তি দেবার সামিল। এটা যেন ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া ‘ দিয়ে খাবার আয়োজনের মত।তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দূর্নীতি ও অব্যবস্থাপনার মাশুল দেশের মানুষ দিতে পারেনা।তিনি অবিলম্বে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতি অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, বাবর চৌধুরী,সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
সভায় আগামী ৯ - ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কংগ্রেস সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত