শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » সরকারের দ্বিমুখী নীতির কারণে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি : সাইফুল হক
সরকারের দ্বিমুখী নীতির কারণে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , শান্তিচুক্তির পর সরকারসমূহের অনীহা ও অনাগ্রহের কারণে এই চুক্তির কার্যকরি বাস্তবায়ন হয়নি। ভূমিবিরোধ নিষ্পন্ন, ক্ষমতাসম্পন্ন শক্তিশালী স্থানীয় সরকারসহ চুক্তির অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি; বরং নিরাপত্তার কথা বলে পার্বত্য জেলাসমূহে সামরিকীকরন জোরদার করা হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকার পার্বত্য জেলাসমূহে জনগণের মধ্যে আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার পরিবর্তে বিরোধ ও বিভক্তির কৌশল অবলম্বন করে চলেছে।এর ফলে পার্বত্য জনগণ ও জাতিগোষ্ঠীর সংগঠনসমূহের মধ্যে যেমন বিভক্তি ও সংঘাত জিইয়ে রয়েছে, তেমনি পাহাড়ি - বাংগালী জনগোষ্ঠীর মধ্যেও সম্প্রীতির পরিবর্তে বিরোধ - বৈরীতা প্রলম্বিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি পার্বত্য জেলাসমূহের জনগণের মধ্যে নিদারুন নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে ; সাধারণ মানুষের জানমাল নিয়েও বড় ধরনের আতংক দেখা দিয়েছে। বহুমুখী সশস্ত্র তৎপরতার কারণ অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয়ী ঘটনাও ঘটে চলেছে।
তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবে পার্বত্য জেলাসমূহে শান্তি আনতে পারেনি। সরকারের দ্বিমুখী নীতির কারণে পরিস্থিতির ক্রমাবনতি ঘঠে চলেছে।
তিনি পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাংগ পর্যালোচনা করে পার্বত্য জেলাসমূহের প্রতিনিধিত্বশীল সকল অংশকে যুক্ত করে পার্বত্য জেলাসমূহের সংকট সমাধানে কার্যকরি উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।





আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু