শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » সরকারের দ্বিমুখী নীতির কারণে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি : সাইফুল হক
সরকারের দ্বিমুখী নীতির কারণে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , শান্তিচুক্তির পর সরকারসমূহের অনীহা ও অনাগ্রহের কারণে এই চুক্তির কার্যকরি বাস্তবায়ন হয়নি। ভূমিবিরোধ নিষ্পন্ন, ক্ষমতাসম্পন্ন শক্তিশালী স্থানীয় সরকারসহ চুক্তির অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি; বরং নিরাপত্তার কথা বলে পার্বত্য জেলাসমূহে সামরিকীকরন জোরদার করা হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকার পার্বত্য জেলাসমূহে জনগণের মধ্যে আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার পরিবর্তে বিরোধ ও বিভক্তির কৌশল অবলম্বন করে চলেছে।এর ফলে পার্বত্য জনগণ ও জাতিগোষ্ঠীর সংগঠনসমূহের মধ্যে যেমন বিভক্তি ও সংঘাত জিইয়ে রয়েছে, তেমনি পাহাড়ি - বাংগালী জনগোষ্ঠীর মধ্যেও সম্প্রীতির পরিবর্তে বিরোধ - বৈরীতা প্রলম্বিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি পার্বত্য জেলাসমূহের জনগণের মধ্যে নিদারুন নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে ; সাধারণ মানুষের জানমাল নিয়েও বড় ধরনের আতংক দেখা দিয়েছে। বহুমুখী সশস্ত্র তৎপরতার কারণ অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয়ী ঘটনাও ঘটে চলেছে।
তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবে পার্বত্য জেলাসমূহে শান্তি আনতে পারেনি। সরকারের দ্বিমুখী নীতির কারণে পরিস্থিতির ক্রমাবনতি ঘঠে চলেছে।
তিনি পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাংগ পর্যালোচনা করে পার্বত্য জেলাসমূহের প্রতিনিধিত্বশীল সকল অংশকে যুক্ত করে পার্বত্য জেলাসমূহের সংকট সমাধানে কার্যকরি উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক