শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার : পলক
চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার : পলক

সিংড়া প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মিঃ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার৷ তিনি ২ এপ্রিল শনিবার দুপুরে নাটোরের সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের পেট্টোবাংলা পয়েন্ট এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ তিনি বলেন, এক সময় চলনবিলের যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় এ অঞ্চলের মানুষ কাঙ্খিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত ছিল৷ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে সিংড়া থেকে তাড়াশ পর্যন্ত ১৬কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছেন৷ এর ফলে মানুষরা এখন চিকিত্সা সেবা পায়৷ এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষদের দুর্ভোগ আরও লাঘব হবে৷ তাছাড়া প্রতিষ্ঠানটিতে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে৷
উদ্বোধনী অনুষ্ঠানে কানাডাস্থ ইমপ্যাক্ট সিকিউরিটি ইন্টার ন্যাশনালের নির্বাহী প্রধান ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাডার ব্রিটিশ ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মাইকেল ব্যারি, ড. এমএন ইসলাম৷
বক্তারা জানান, কানাডার উন্নয়ন সংস্থার অর্থায়নে এই হাসপাতালটি ৩০০শয্যা বিশিষ্ট হবে৷ যা চলনবিল অঞ্চলের মানুষের চিকিত্সা সেবার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে৷ তাছাড়া হাসপাতালটি স্থাপিত হলে বিনামূল্যে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং চিকিত্সা সেবা নিশ্চিত করা হবে৷ এছাড়া শিক্ষা ক্ষেত্রেও প্রসার ঘটবে৷
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মুন্টু, ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আবুল কালাম আজাদ, গভনিং বডি’র চেয়ারম্যান অ্যাডভোকেট এম সাইদুর রহমান৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা