বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না
জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সরকারের নির্বাহী আদেশে আরও এক দফা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ এর দামবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন মানুষের অসহনীয় জীবন - জীবিকাকে পাত্তা না দিয়ে সরকারের যথেচ্ছ ভুল সিদ্ধান্তে গণদূর্ভোগ চরম থেকে চরমে উঠেছে।তিনি বলেন জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না।
তিনি বলেন, গতকাল সরকারের নির্বাহী আদেশে ইউনিট প্রতি বিদ্যুৎ এর দাম আবার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই নিয়ে গত দুই মাসে তিনবার বিদ্যুৎ এর দাম বাডানো হোল। মাত্র ২৮ দিনের মাথায় আবারও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির গণদূর্ভোগ সৃষ্টিকারী এই হঠকারী পদ নেয়া হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ এর এই দাম বৃদ্ধির ফলে শিল্প,কৃষি, ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক অভিঘাত দেখা দিচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, গণশুনানির প্রক্রিয়াকেও এড়িয়ে যেয়ে এখন নির্বাহী আদেশে সরকার একের পর এক বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি করে চলেছে। তিনি বলেন, বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের এসব সিদ্ধান্ত রীতিমতো শাস্তি প্রদানের নামান্তর।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দূর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। তিনি বলেন, সরকারের কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় তারা আমলা আর দাতা সংস্থার পরামর্শে যা খুশী তাই করে চলেছে।
তিনি অনতিবিলম্বে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ যখন তখন দাম বাড়ানোর বিদ্যমান ধারা বন্ধ করার দাবি জানান।
তিনি অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে অতি আবশ্যক এসব সেবাখাতে ভর্তুকী বৃদ্ধি করে দাম বৃদ্ধির অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান