বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু মূর্যালে শ্রদ্ধাঞ্জলি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু মূর্যালে শ্রদ্ধাঞ্জলি
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ ৭ই মার্চ মঙ্গলবার জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সকাল সাড়ে ৮টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মূর্যালে পুস্পস্তবক অর্পণসহ এক মিনিট নিরবতা পালনের শেষে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন সরকারের উপসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য পরিকল্পনা সরকারের উপসচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, রাঙামাটির সহকারী প্রকৌশল (সিভিল) মো. খোরশেদ আলম, ডজী ত্রিপুরা তথ্য অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকসহ কর্মচারী কল্যাণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১