মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) গাজীপুরে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীকে ফাঁসি দিয়েছেন আদালত ৷
৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷ একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ৷
দণ্ডপ্রাপ্ত কাওসার (৩৩) বরিশালের বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের মো. আছমত আলী শিকদারের ছেলে ৷
গাজীপুর জজ আদালতের পিপি এড. হারিছ উদ্দিন আহামদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কাওসার তার স্ত্রী নারজিনা খাতুনকে (২২) নিয়ে গাজীপুর সাইনবোর্ডের খাইলকুর এলাকার মো. রাজু মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সোয়েটার কারখানায় চাকরি করতেন৷ বিয়ের পর থেকেই স্বামী কাওসার তার স্ত্রী নারজিনাকে মারধর ও নির্যাতন করতেন ৷
২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে কাউসার তার স্ত্রী নারজিনাকে মারধর করে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ এসময় এলাকাবাসী স্বামী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে৷ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মুনি্ন আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন ৷
তিনি আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আশরাফুজ্জামান তদন্ত শেষে ২০১২ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ ওই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়৷ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক স্ত্রী হত্যায় দোষী সাবস্ত হওয়ায় স্বামী কাওসারকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত ৷
হারিছ উদ্দিন আহামদ জানান, দণ্ডপ্রাপ্ত আসামি কাওসার উচ্চ আদালত থেকে জামিন লাভ করার পর পলাতক রয়েছেন ৷
আসামি পক্ষে ছিলেন এড. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪