মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে সরকারি কর্মচারী সমিতির পরিচিত সভা
কাউখালীতে সরকারি কর্মচারী সমিতির পরিচিত সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী কাউখালী উপজেলা শাখার এক পরিচিতি সভা মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী কাউখালী উপজেলা শাখার নব- নির্বাচিত সভাপতি মো. মামুন।
সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. গাজিউল হক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. নাজিমউদ্দীন, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংবাদিক মো. জয়নাল আবেদীন, ঘাগরা ইউপি মেম্বার মো. মুনির উদ্দিন, ইউএনও অফিসের নাজির মো. মামুন হাছান সহ কর্মচারী সমিতির সকল সদস্য, সদস্য উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শুরুর পুর্বে আমন্ত্রিত অতিথিগনকে সমিতির সকল সদস্য বৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ ৪ র্থ শ্রেনী সরকারি কর্মচারি সমিতি কাউখালী উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়