সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১৭৫ বোতল ফেনসিডিল এবং ২৫ কেজি গাঁজাসহ আটক-২
মিরসরাইয়ে ১৭৫ বোতল ফেনসিডিল এবং ২৫ কেজি গাঁজাসহ আটক-২
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৬ মার্চ) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় নাহার এগ্রো এর সামনে থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা সহ দু’জনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ী ( যাহার রেজি নং-চট্র মেট্রো-চ-১১-৪২৫১) জব্দ করা হয়।
আটককৃত আসামীরা হলো, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শিকদারপাড়া ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র জসিম উদ্দিন (৪৬) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজুর দীঘির পাড় ৮ নং ওয়ার্ডের মোঃ জসিম উদ্দিনের পুত্র মোঃ সুমন (২৭)।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) জসিম উদ্দিন জানান, মাদকের একটা বড় চালান কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড়স্থ নাহার এগ্রো’র সামনে সকাল সাড়ে দশটার দিকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটা নোহা মাইক্রো বাসের গতিবিধি সন্দেহ হলে সেটা থামিয়ে দুজকে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুকৌশলে সাজানো নোহা গাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়। এবিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা (নং-১২) দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিদেরকে সোমবার (২৭ মার্চ) সকালে কোর্টে প্রেরণ করা হবে।





ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২