মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে সড়ক-নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি
রাঙামাটিতে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে সড়ক-নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি
রাঙামাটি ::পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী আঞ্চলিক স্বসস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গবার ১৪ নভেম্বর দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান-এর কাছে এ স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
পার্বত্য অঞ্চলে হত্যা, গুম, চাঁদাবাজী, ডাকাতি ও অপহরণ বন্ধ করার লক্ষ্যে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতা আনার দাবি জানিয়ে সড়কে ও জলপথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্মারকলিপিতে ৭দফা দাবি জানানো হয়।
এছাড়াও আসামবস্তি হতে কাপ্তাই সড়কটি পর্যটন এলাকা হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, রাঙামাটি সদর মানিকছড়ি হতে মহালছড়ি সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, জেলার সকল নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত, সদর উপজেলাধীন “দেপ্পোছড়ি” সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত বিধায় “দেপ্পোছড়ি” নামক স্থানে স্থায়ীভাবে নিরাপত্তা বাহিনীর (সেনাবাহিনীর) ক্যাম্প স্থাপন করার জোড় দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এসময় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমন, রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী সাব্বির আহমদ ওসমানী, সাধারণ সম্পাদক মো. সেকান্দার হোসেন চৌধুরী, ট্রাক মালিক সমিতিরি যুগ্ন-সম্পাদক রণজিৎ বড়ুয়া, মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. আলী আকবর আবু, ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি মো. হাসান, সদস্য মো. দিাদরুল আলম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা জানান, সারাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সহিত পার্বত্য অঞ্চলের উন্নয়নকে জনসাধারণের নিকট পৌছে দেওয়ার লক্ষ্যে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে যৌথ বাহিনীর মাধ্যমে চিরনী অভিযানের আদেশ দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আবেদন সহকারে স্মারকলিপি প্রদান করছি ।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন