মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা কমিটির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে সেকান্দার আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে তিনি নবাবগঞ্জ - দোহার অঞ্চলে কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে কোদাল প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।
গেল ২৮ অক্টোবর ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশেও তিনি অংশ নিয়েছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে তিনি রাজনৈতিকভাবে বেড়ে উঠেছিলেন।
তিনি বলেন, তার এই মৃত্যুতে আমরা শোকাভিভূত। তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়