শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ফটিকছড়ি :: ভূজপুর বৌদ্ধ শিক্ষা পরিষদ প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও শিক্ষাবৃত্তি তহবিল পরিচালনা উপ-পরিষদ আয়োজিত বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ ২৬ জানুয়ারী শনিবার ভূজপুর গালর্স স্কুল এন্ড কলেজ, হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও শোভনছড়ি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় আটটি বৌদ্ধ বিহারের প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহন করেন।
বৌদ্ধধর্মের আদর্শ কোমলপ্রাণ শিক্ষার্থীদের মাঝে ধর্মদানের জন্য এই মহতী আয়োজন করেন ভূজপুর বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ।
এই মহতী আয়োজনে প্রধান পরিদর্শকের দায়িত্ব পালন করেন, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু,উত্তর ফটিকছড়ি ভুজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থেরো ।
সহযোগিতায় ছিলেন ভদন্ত অমৃতানন্দ থেরো, ভদন্ত বোধিশ্রী ভিক্ষু, ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু, এতে পরিদর্শক হিসেবে অংশ গ্রহন করেন,, ভূজপুর বৌদ্ধ পরিষদের সভাপতি লায়ন রনজিত বড়ুয়া, উপদেষ্টা শিক্ষাবিদ বীরসিন্ধু বড়ুয়া, সিনিয়র সভাপতি পরিমল বড়ুয়া, মহাসচিব সজল বড়ুয়া, সহ সম্পাদক পবিত্র বড়ুয়া,
আরও উপস্থিত ছিলেন ভুজপুর প্রভাতী ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি রিপন বড়ুয়া, পরিক্ষা নিয়ন্ত্রক শিক্ষক সোহেল বড়ুয়া, শুভ বড়ুয়া, শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষিকা তন্দ্রা বড়ুয়া, শিক্ষিকা ইলা বড়ুয়া ও শিক্ষিকা রিতা বড়ুয়া।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ হলেন- ভূজপুর পশ্চিম কৈয়া প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন, ভূজপুর সিংহরিয়া প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন, চন্দ্রাখীল প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন, হরিণা প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন, আমতলী প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন, হারুয়ালছড়ি ভিক্ষু এইচ সুগতপ্রিয় পালি টোল ও শোভনছড়ি প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন