বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিশ্বনাথে বৈশাখ বরণে সর্বত্র উত্সবের আমেজ
বিশ্বনাথে বৈশাখ বরণে সর্বত্র উত্সবের আমেজ

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১.২০মিঃ) এসো হে বৈশাখ এসো এসো৷ কাল পহেলা বৈশাখ ১৪২৩ বাংলা৷ প্রতিবছর এই দিনে বাংলা সাজে নানান রঙে ৷ বাঙালী সাজে নানা ঢঙ-এ ৷ পহেলা বৈশাখকে ঘিরে সিলেটের বিশ্বনাথে বিরাজ করছে উত্সবের আমেজ ৷ রকমারি অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ৷
পুরাতন ও জীর্ণতাকে অতিক্রম করে নতুন ও পরিবর্তনকে আহ্বান জানানোর শ্রেষ্ঠ সময় এই বৈশাখ ৷ নতুন বছরকে স্বাগত জানাতে আজ ১ বৈশাখ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্ষবরণ উত্সবের ৷
বৈশাখী উপলক্ষে তিনদিন ব্যাপী উপজেলা পরিষদ মাঠে বিশ্বনাথ নববর্ষ উদযাপন পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে৷ অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাত্তা ইলিশ পরিবেশন, বাউল গান, মঙ্গলশোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো, কাবাডী খেলা, মোরগের লড়াই, হাড়িভাঙা, একক অভিনয়, নাটক, মৃত্শিল্প, কুটির শিল্প, বস্ত্রশিল্প, বই,পিঠা ও খেলাসহ বিভিন্ন দোকানঘর থাকবে ৷
আবহমান বাংলার এই চিরায়ত উত্সবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বনাথ বৈশাখী উদযাপন পরিষদের আহবায়ক আমির আলী, সদস্য সচিব আনহার আলী ৷
নতুন বছরে নতুন পোষাক গায়ে জড়িয়ে আনন্দের চূড়ায় উঠার বাসনা থেকে অনেকেই উপজেলার মার্কেটগুলোতে আসছেন৷ নিজের পছন্দের পোষাক কিনে তবেই বাড়ি ফিরছেন ৷ বৈশাখী কেনাকাটায় ছোট-বড় বিপনী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের ব্যবাসায়ীদেরও সময় ভালো যাচ্ছে ৷ সারাদিন ক্রেতার ভিড় সামালে নিচ্ছেন হাসি মুখে ৷ অনেক ব্যবসায়ী ঈদ-পূজার পরে বৈশাখের বেচা-কেনাকে বছরের অন্যতম ব্যবসার সময় হিসেবে ধরে নিয়েছেন ৷
একজন ব্যবসায়ী জানালেন, প্রতিবারের মতো এবারও বৈশাখী বেচা-কেনায় নারী ও শিশুদের পোষাক বেশী বিক্রি হচ্ছে ৷ পাশাপাশি ছেলেদের পাঞ্জাবিটা একটু বেশী চলছে ৷ বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন ফ্যাশন হাউসের রকমারি পোশাক শোভা পাচ্ছে প্রতিটি দোকানে ৷
পহেলা বৈশাখে ইলিশ-পান্তা খাওয়ার একটি রেওয়াজ ধীর্ঘদিনের৷ এবছর এই রেওয়াজে কিছুটা ভাটা পড়বে ৷ কেননা স্বয়ং প্রধানমন্ত্রী বৈশাখে ইলিশ খাবেন না এমন খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে ৷ মূলত ইলিশ রক্ষা বিষয়টিকে গুরুত্ব দিতে গিয়ে বৈশাখে খাবারের তালিকায় ইলিশ না রাখার পরামর্শ দেয়া হচ্ছে গণমাধ্যমে ৷
তাই বিকল্প হিসেবে পানত্মার সাথে হরেক রকম ভর্তা, শুটকী ভোনাকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে ৷ সবকিছুর পরও ইলিশ ছাড়া বাঙালি বৈশাখের স্বাদ যেন পানসে হয়ে যায়৷
পান্তা-ইলিশ ছাড়া যেন সেই আনুষ্ঠানিকতা অপূর্ণ রয়ে যায় ৷ আর এখনও বৈশাখে বেড়েছে ইলিশের চাহিদা৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দাম ৷ বিক্রেতারা বলছেন দাম বাড়ার একটাই কারণ চাহিদার তুলনায় আমদানি কম৷ বাঙালির আবহমান সংস্কৃতির এই উত্সবকে নির্বিঘ্ন করতে, নিরবিচ্ছিন্ন করতে নিশি্ছদ্র নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করছে বিশ্বনাথ থানা পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখকে ঘিরে থানা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে ৷ উপজেলা জুড়ে মানুষের ঢল নামবে, মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা হবে-এসব বিষয়কে মাথায় রেখে বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ৷ নিরাপত্তার ব্যাপারে সামান্যতম ছাড় দিতেও নারাজ পুলিশ ৷
উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে, গুরম্নত্বপূর্ণ পয়েন্টে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ ৷ গোয়েন্দা সদস্যরাও পুলিশের সাথে কাজ করবে ৷ পোশাকধারী পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরা উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে কাজ করবেন ৷
এদিকে রঙ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি সয্য করা হবে না বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ ৷ এ ধরনের কাজে কাউকে দেখা গেলে সাথে সাথে আটক করা হবে ৷ বৈশাখের আনন্দের মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড চলতে দেয়া হবে না বলেও হুশিয়ারি করেছে পুলিশ প্রশাসন ৷
তাছাড়া পহেলা বৈশাখে ভুভুজেলা বাজানো, মোটরসাইকেলে দলবদ্ধভাবে হর্ণ বাজিয়ে জনবিরক্তি সৃষ্টি, খোলা ট্রাকে শহরজুড়ে বাদ্য বাজিয়ে প্রদক্ষিণ এসব কাজকে নিষিদ্ধ করেছে থানা পুলিশ ৷
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, পহেলা বৈশাখকে ঘিরে পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ৷ ইতিমধ্যেই সেই পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা সদস্যরা কাজ শুরম্ন করে দিয়েছেন ৷ কোনো ধরনের বিশৃংখলা করার চেষ্টা হলে তাত্ক্ষনিক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ৷





নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত