বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাবার বাগানে আগুন
রাউজানে রাবার বাগানে আগুন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের হলদিয়া এলাকায় রাবার বাগানে আগুন লেগে অন্তত এক হাজার এর বেশি রাবার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বুধবার দুপুর বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাগানের শ্রমিক সূত্রে জানা যায় এই আগুনের সূত্রপাত হয় হলদিয়া রাবার বাগানের বৃক্ষভানুপুর এলাকায়। সৃষ্ট আগুন বাগানের প্রায় ছয় একর বাগান ভুমিতে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ভোরের ডাককে রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় আগুনের জানান, কারো ছুড়ে ফেলা বিড়ি সিগেরেটের আগুন থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। তার দাবি বাগানের ভিতরে ঝড়ে পড়া পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সংবাদ পেয়ে বাগানের শ্রমিক কর্মচারীদের নিয়ে আগুন নিভানোর চেষ্টায় বিফল হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা জেনেছি বাগানে আগুনের সূত্রপাত হয় দুপুর দেড়টার দিকে। আমরা খবর পাই বিকেল সাড়ে ৩টায়। সংবাদ পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বাগানের ভিতর ঝড়ে পড়ার প্রচুর শুকনা পাতা ছিল। এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
রাউজানে ৫ ডাকাত গ্রেফতার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকা দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। গত বুধবার বিকাল ৫টায় এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানা পুলিশ। তিনি বলেছেন সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পাশ্বস্থ বাগোয়ান ইউনিয়নের পশ্চিম গশ্চির গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের গেইটটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচ ডাকাত হচ্ছে চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামের প্রয়াত সালেহ আহামদ মিস্ত্রী ওরফে আলী আকবরের ছেলে আবুল কালাম ওরফে ইউসুফ ভান্ডারী (৫০), একই উপজেলার ভাটিয়ারী ইউপির ১নম্বর ওয়াডের জাহানাবাদ গ্রামের প্রয়াত ফজল হকের ছেলে মো. দিদার (৫৫), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাকিলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের বাসিন্দা সীতাকু- উপজেলা বসবাসকারী প্রয়াত শওকত আলীর ছেলে মো. খলিল (৪৫), সলিমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর সলিমপুর গ্রামের প্রয়াত রাজা মিয়ার ছেলে মো. তসলিম উদ্দিন ওরফে তসলিম ড্রাইভার (৪২), ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সীতাকু- উপজেলা বসবাসকারী প্রয়াক আবদুস ছালামের ছেলে মো. আনেয়ার (৩৭)। পুলিশের দাবি তাদের কাছ থেকে একটি কাটার, দুইটি ধারালো দা, একটি ধারালো ছোরা, লোহা কাটার একটি হেক্সো মেশিন (ব্লেড সহ), একটি স্ক্রু ড্রাইভার, সাতটি ধারালো কাটার ব্লেড, একটি হেক্সো ব্লেড এবং ডাকাতির কাজে ব্যবহৃত চট্টমেট্রো-গ-১১-৯২৩৫ নম্বরের একটি প্রাইভেট কার (প্রো-বক্স) জব্দ করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল জানান, গ্রেপ্তার পাঁচ আসামীর বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু শেষে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ইউসূফ ভান্ডারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের ১২টি মামলা রয়েছে। তাছাড়া দিদারের নামে ৬টি, তসলিম ড্রাইভারের নামে ২টি মামলা আছে বলে জানা গেছে।





মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত