শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গুনিয়াতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়াতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার ইসলাম পুর সাহেব নগর (খামারগো পাড়া) এলাকায় গতকাল শনিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায় শনিবার দুপুর সাড়ে ১১ হতে ১২ টার মধ্যে যে কোন এক সময় শিশুটি খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়।
এ সময় কেউই খেয়াল করেনী পরক্ষণে খোজাখুজি করতে লাগলে অন্য শিশুর মাধ্যমে জানতে পারেন যে শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়েছে এবং পুকুরের পানিতে গভীরে তলিয়ে গেছে। ততক্ষণাত রাঙ্গুনীয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠানো হয় পাশাপাশি কাউখালী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে উভয় ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্হলে ছুটে আসেন এবং কর্মীরা পুকুরের পানিতে নেমে গভীর থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন ।
জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর নাম মোঃ শাওন (৭) পিতা : কালু মিয়া সাং : সাহেবনগর ( খামারগোপাড়া) ইসলামপুর রাংগুনীয়া চট্টগ্রাম বলে জানান।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন