রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি
রাঙামাটি কোতয়ালী থানায় যুক্ত হলো নতুন গাড়ি
মিকেল চাকমা :: রাঙামাটি কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন একটি মাহিন্দ্রা গাড়ি হস্তান্তর করেন পুলিশ সুপার ।
রবিবার ১৯ মে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত একটি মাহিন্দ্রা গাড়ি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র নিকট হস্তান্তর করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার রাঙামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত গাড়িটি জননিরাপত্তা, অপারেশনাল কাজে গতিশীলতা , অপরাধ দমন এবং দৈনন্দিন পুলিশিং কার্যক্রম সম্পাদনে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, পিপিএম ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলি প্রমূখ উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন