রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ
সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: সড়কে দুর্ঘটনা এড়াতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চালক ও হেলপারদের দায়িত্ব ও দক্ষতা উন্নয়নে যানবাহন রক্ষণাবেক্ষণ ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সেলিনা আখতার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রাবিপ্রবি’র হিসাব শাখার পরিচালক মো. নুরুজ্জামান, অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে অনলাইনে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা ।
এসময় প্রশিক্ষক হিসেবে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল করিম ও বিআরটিএ, রাঙামাটি সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মুহাম্মদ রাশেদুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব )মাহবুব আরা।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাস এবং মাইক্রোবাসের সকল চালক এবং হেলপারগণ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন