বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পথ নাটক প্রদর্শনী
কাউখালীতে পথ নাটক প্রদর্শনী
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির বে- সরকারি উন্নয়ন সংস্থা উইভ (এনজিও) কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বড়ডলুতে অবস্থিত ম্রঃখ্যাং মৈত্রী শিশু সদন বিদ্যানিকেতন মিলনায়তনে গত মঙ্গলবার বিকেলে এক পথনাটক প্রদর্শন করা হয়।
পথনাটক প্রদর্শনকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন ম্রঃখ্যাং মৈত্রী শিশু সদন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি পাইছামং মারমা (সাবেক মেম্বার), কাউখালী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, বিদ্যানিকতন অধ্যাক্ষ প্রজ্ঞাবোদি ভিক্ষু, উইভ এনজিওর প্রকল্প সমম্বয়কারী নিধী চাকমা, উইভ এনজিওর ফিল্ড অফিসার সিসিলি দেওয়ান সহ বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীরা উপস্থিত থেকে পথ নাটকটি উপভোগ করেন।
এ সময় উইভএনজিও কতৃক মেয়েদের বয়স: সন্দিকাল (মেয়েদের ঋতুস্রাব সংক্রান্ত) সময় সতর্ক এবং সচেতনতা বৃদ্বির লক্ষে পথ নাটকটি প্রদর্শন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন উইভ এনজিও প্রকল্পের (ওয়েল) নামে নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প বলে সংশ্লিষ্ট সূত্র জানান।





চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
কাউখালীর আওয়ামীলীগের ৫ নেতা আটক : জামিন নামন্জুর জেলহাজতে প্রেরণ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত