মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে আকস্মিক বজ্রপাতে নিহত ৩,আহত ৩
নবীগঞ্জে আকস্মিক বজ্রপাতে নিহত ৩,আহত ৩

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুই সহোদরসহ ৩ জন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে ৷
জানা যায়, ১৮ এপ্রিল সোমবার বিকালে আকস্মিক বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের আজল মিয়ার পুত্র আব্দুল আলীম (৩০), ও ওলি আহমেদ (৩৫)৷ এ সময় আহত হয় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জালাল মিয়ার পুত্র রুবেল মিয়া (১৫), কালিয়ারভাঙ্গার জুয়েল কর (২৪)৷
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে গুঙ্গিয়াজুড়ী হাওরে ধান কাটার সময় হঠাত্ বজ্রপাত হলে আহত হন আব্দুল আলীম, ওলি মিয়া, রুবেল ও জুয়েল কর৷ গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার আব্দুল আলীম, ওলি মিয়াকে মৃত ঘোষণা করেন৷
এদিকে বানিয়াচং উপজেলা সদরের কামালখানী গ্রামে বজ্রপাতে আব্দুল ওয়াদুদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০) নামের এক যুবক মারা গেছে৷ গতকাল বিকালে বিকেল ৩ টার দিকে দুর্ঘটনা ঘটে৷ প্রত্যদর্শী ও এলাকাবাসীরা জানান, জুয়েল আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত৷ বিকাল ৩ টার দিকে সুটকিীব্রীজ নামক স্থানে হঠাত্ বজ্রপাত শুরু হলে সে মোটরযান নিরাপদে রাখতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাঃ শোয়েব আহমেদ বজ্রপাতে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান