রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শয়নকক্ষ হতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
রাউজানে শয়নকক্ষ হতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ছখিনা আক্তার (৪৫) নামে আত্মহত্যা করেছে এক নারী।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। তিনি উপজেলার রাউজান সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নয়া মিয়ার বাড়ির প্রবাসী মো. আবু তাহেরের স্ত্রী। স্থানীয় লোকজন ও নিহত দেবরের মেয়ে কানিসা বেগম বলেন, আমরা সকালে দেখতে পায় চাচি ফাঁসিতে ঝুলে আছে। ঘরে আর কেউ ছিল না। চাচা প্রায় ১ মাসের অধিক সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। প্রবাস থেকে আসার পর স্ট্রোক করেছেন তিনি।কি কারণে ফাঁসিতে ঝুলেছে জানতে চাইলে বলেন, আমরা সঠিক কারণ জানি না। তবে শুনেছি ব্যাংক থেকে কিস্তির টাকা আদায়ের জন্য লোকজন বাড়িতে আসতো টাকার জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে। তবে কিস্তি/লোন নিয়ে কিছুটা পারিবারিক কলহ ছিল। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।’





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২