মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর
জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার ২০২৪-২০২৫ সালের জন্য গঠিত কার্যকরী পরিষদ’কে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে জরুরী সাধারণ সভার আয়োজনের মধ্য দিয়ে উক্ত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া পূর্বের কমিটির পক্ষে নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের কাছে সংগঠনের দায়িত্বভার অর্পণ করেন।
জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদ সদস্য নুর-উস সোবহানের সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চ পরিষদ সদস্য আবুল হোসেন, সাবেক সভাপতি সেলিম উদ্দিন, সিনিয়র সদস্য আব্দুর রহমান এবং অতিথি হিসেবে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠনের নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলিম উল্যাহ রিপন, সামাজিক ও ধর্মীয় সম্পাদক মঈন উদ্দিন মনি, কার্যকরী পরিষদ সদস্য আলতাফ হোসেন লিটন, দিদারুল আলম সহ সংগঠনের প্রায় ৬৫ জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে সংগঠনের কার্যালয়ে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সংগঠনের ১৫ টি পদের একক প্রার্থী হিসেবে ১৩ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয় এবং ২ টি পদ যথাক্রমে- সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থাকায় সাংবিধানিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐসময় সাধারণ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় শফিউল আজম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শহিদুল ইসলাম রিপন।
প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৯৭ সালের ৪ এপ্রিল প্রতিভা সংঘ নামে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০০৪ সালে জাগ্রত প্রতিভা নামে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, মেধাবৃত্তি পরীক্ষা’র আয়োজন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে।





মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী