সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :: সোমবার ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ না জানানোর কারণে প্রতিবাদ ও বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে লিখিতভাবে স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ, পিএইচডি বরাবর অভিযোগ করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে।
রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত পত্রে জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। যাহার নিবন্ধিন নং : ০৩৭, মার্কা : কোদাল। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী এবং ২০২২ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মেয়র পদে প্রতিদন্ধী প্রার্থী হয়ে নির্বাচনে কোদাল মার্কায় পার্টির সদস্যগণ অংশ গ্রহন করেন।
এছাড়া স্বৈরাচার বিরোধী ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশিজন প্রগতীশীল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণে বিএনপি, জামায়াতে ইসলামসহ আঞ্চলিক দল, এনজিও এবং স্বৈরাচারী প্রতিত সরকারের দোসরদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামটি পার্বত্য জেলা কমিটির কোন প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়নি। ফলে পার্টির সমর্থক ও পার্টির মতামত প্রকাশ করা সম্ভব হয়নি।
বর্তমান আন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতি চরম বৈষম্য করা হচ্ছে বলে পার্টি ধারনা করছে।
বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিলের আবেদন করা হয়।
যার অনুলিপির কপি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক, রাঙামাটি জেলা প্রশাসক ও গণমাধ্যমের নিকট পাঠানো হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন