বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বন্য হাতির আক্রমণে রাজস্থলীতে কৃষকের মৃত্যু
বন্য হাতির আক্রমণে রাজস্থলীতে কৃষকের মৃত্যু
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা (৪৫)।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, আজ সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান।
স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন। নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলা গাছ খেতে নামে।
এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমা মৃত্যু হয়।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার