সোমবার ● ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক
এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক
রাঙামাটি :: রাঙামাটি জেলায় এতিম শিশুদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫-এর আনন্দ ভাগ করে নিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
সোমবার ৩১ মার্চ পবিত্র ঈদ-উল-ফিতরের দিন সকাল ৯ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ঈদের নামাজ আদায় করেই স্বপরিবারে চলে যান রাঙামাটি সরকারি শিশু পরিবারে। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবারে পৌঁছে তিনি সেখানে বসবাসরত ১৭০ জন এতিম ও অসহায় শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে ঈদুল ফিতর উপলক্ষে ডিসি বাংলোতে তৈরি বিশেষ খাবার সকল শিশুদের মাঝে পরিবেশন করা হয়। জেলা প্রশাসকের উষ্ণ আতিথেয়তায় সকল শিশুইকেই আবেগাপ্লুত হতে দেখা গেছে। এসময় তিনি শিশুদের লেখাপড়ার খোজখবর এবং শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা দেন।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু পরিবারের সকল এতিম ও অসহায় শিশুদের মাঝে তিনি ঈদের সেলামী উপহার দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন ভুইয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কমিশনার শিব সংকর বসাক, রাঙামাটি সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সহ প্রমূখ কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
কাপ্তাইয়ে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত