বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে
দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে স্কুলবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ বুধবার (২৮ মে) সকালে উপজেলার হাদিফকির হাট দক্ষিণ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিক্ষার্থীসহ পথচারীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবহনকারী একটি স্কুলবাস হাদিফকিরহাট এলাকার মহাসড়কের পাশে চট্টগ্রাম মুখী লেনে দাঁড়িয়ে শিক্ষার্থী তুলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে সজোরে ধাক্কা দেয়। তবে বাসে শিক্ষার্থী থাকলেও ভাগ্যক্রমে কেউ আক্রান্ত হয় নি। বাস চালক ও শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। বাসের সামনের অংশ ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়৷
মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতো বুধবারও স্কুলের দূরবর্তী শিক্ষার্থীদের বহন করতে গেলে স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়ে৷ তবে আমাদের সকল শিক্ষার্থী ও বাস চালকরা অক্ষত রয়েছে৷ কেউ আহত হয়নি৷ তবে বড় বিপদ হতে পারতো, আল্লাহ রক্ষা করেছেন৷
কুমিরা হাইওয়ে থানার এএসআই শামসুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে দুটি গাড়ি থানায় নিয়ে আসে৷ এ ঘটনায় কোনো হতাহতের কোন ঘটনা ঘটেনি৷





মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত