

মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে নবীকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে নবীকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি :: পার্বতীপুরে আজ ১৭ জুন সকাল ১১ টা ২৪ মিনিটে বছিরবানিয়া হাট কলেজ মোড়ের রাস্তায় যুব সমাজের উদ্যোগে নবী কটূক্তিকারী সোহাগের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন উত্তর শালন্দার জালিয়াপাড়া গ্রামের বিশ্বনাথ দাসের পুত্র সোহাগ দাস (২৪)। সে তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ সঃ কে নিয়ে কটূক্তি করে গত ১৬ জুন স্যোসাল মেডিয়ায় একটি পোস্ট দেয়। এরেই প্রেক্ষিতে ধর্মভীরু মুসলমান যুব সমাজের দৃষ্টিতে এলে ঐ আইডি অনুসন্ধান করে খোঁজ মেলে সোহাগ দাসের। বিশ্ব মুসলিম প্রাণ কেন্দ্রে অনুভূতিতে আঘাত লাগার প্রতিবাদে এ মানববন্ধনের কর্মসূচির ডাক দেন,এখানকার যুব সমাজ ও আল ইনসাফ ইসলামি সংঘ। এ মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিকের উর্ধে তৌহিদীজনতা আংশ নেয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব সমাজের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন, বছিরবানিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আঃ কুদ্দুস এবং তোফাজ্জল হক। তারা প্রত্যেকেই বক্তব্যে দাবিতে তুলেন ধরেন, আমাদের কলিজায় আঘাত হেনেছে, আমাদের কলিজার স্পন্দন, আমরা জীবনের চেয়ে বেশী ভালোবাসি আমাদের নবীকে, সেই নবীকে অপমান করেছে। সেই কারণে তার সর্বোচ্চ সাজা মূত্যুডন্ড। আমরা ফাঁসি চাই। তার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবা হুশিয়ারী দেন বক্তরা। তারা দাবি তুলেন, এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস কাছে। দ্রুত অপরাধীকে বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করার। এছাড়াও উপস্থিত ছিলেন, যুব সমাজ সভাপতি মোঃ আবু নাঈম রুবেল, সহ-সভাপতি মোঃ আশরাফুল হোসেন, গোলজার হোসেন, ক্যাশিয়ার মানিক, উপদেষ্টা শমশের আলী, সোহেল, শাহিনুর। আরও উপস্থিত ছিলেন, ঐ ইউনিয়নের উপজেলা জামায়াতে ৮ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, ৬ নং ইউনিয়নের সভাপতি হাফেজ মোঃ মাজেদুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদ বছিরবানিয়া হাট সভাপতি মোঃ আঃ কুদ্দুস প্রমূখ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
পার্বতীপুরে পুকুরে ডুবে খালা ভাগনি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের সামনের পুকুরে গোসল করতে গিয়ে মাশফিয়া আক্তার মিম (৯) ও আছিয়া আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। উপজেলা পরিষদ চত্বরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানান যায়, নিহত দুই শিশু হলো উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেন মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) মাতা লাবলী বেগম ও অতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার (৮) মাতা মাসুদা বেগম তারা দুজনেই একই এলাকার বাসিন্দা খালা ভাগনি ও খেলার সাথী ছিল। দুইজনে আনোয়ারুল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসা একজন দ্বিতীয় শ্রেণি অপরজন প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ জাগে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজ শুরু করে পরে তাদের ১.৩০ মিনিটে উদ্ধার করা হয়। অবস্থার অবনতি দেখে দ্রুতই তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুঃখজনকভাবে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শিশু দুটি ছিল পরিবারের একমাত্র আদরের ধন। তাদের এমন করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে বিষাদের ছায়া।