শনিবার ● ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া নুরানী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী
বেতবুনিয়া নুরানী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাক বাংলোয় অবস্থিত মনির শহিদ হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা শনিবার ১২ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) মোঃ শওকত হোছাইনের সভাপতিত্বে অনুস্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবীব আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ছৈয়দুল আলম, জেলা বিএনপির সদস্য আবুল মনছুর, উপজেলা যুবদল সভাপতি মমিনুল করিম জীবন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দল সভাপতি ওমর মোরশেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোঃ সাদ্দাম।
এসময় সাংবাদিক মোঃ ওমর ফারুক, স্থানীয় আজিম সিকদার, বশর মেম্বার, মোশাররফ হোছাইন, মোজাম্মেল হোসাইন, মাস্টার মোঃ মোরশেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, জেলা কৃষক দল সহ সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি মোঃ শফি( ড্রাইভার), সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর, উপজেলা শ্রমিক দল যুগ্ম সম্পাদক হাজি মুহাম্মদ ইউনুছ ( কালু), বেতবুনিয়া ইউনিয়ন জাসাস সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আবু, বেতবুনিয়া ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হোসেন ( কালু), বিএনপি সদস্য মোঃ শফি সহ মাদ্রাসার সকল শিক্ষক/ শিক্ষিকা ছাত্র ছাত্রী, সকল অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাদ্রাসার অধ্যায়নরত বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আলমগীর।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান