

বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাবিপ্রবি’তে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সার্ভিস রুলস রাষ্ট্রের চাকুরীজীবিদের জানা ও তা মেনে চলাই কর্তব্য; এ রুলস দায়িত্ব কর্তব্য পালনে দিক নির্দেশনা প্রদান করলেও উন্নত নৈতিকতাই এ রুলসকে সুরক্ষা দিতে পারে। তাই এ সার্ভিস রুলসের পাশাপাশি নৈতিকতা চর্চার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি ছাত্রদের অধিকারকে গুরুত্ব প্রদানের বিষয়ে সকলের দৃষ্টি আর্কষণ করেন এবং সে অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একাডেমিক গবেষণায় আন্তর্জাতিক কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারলে এ অর্থ বছর থেকেই বিশেষ আর্থিক পুরস্কারের আশ্বাস দেন ভাইস-চ্যান্সেলর। আমাদের বিশ্ববিদ্যালয়টি একটু একটু করে অর্জনের মধ্যে দিয়ে সারাদেশে এ পর্যন্ত যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তা যেন বজায় থাকে এবং এ সুনাম ভবিষ্যতে সর্বক্ষেত্রে আরো যেন বিস্তৃত হয় এ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরী সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধান সম্বলিত বাংলাদেশ সার্ভিস রুলস; এর দুটি পার্ট রয়েছে; পার্ট-১ এ সরকারী কর্মচারীদের প্রধানত চাকুরীর শর্তাদি এবং পার্ট-২ কম্পেন্সেটরি এল্যাউন্স নিয়ে বিধান করা হয়েছে; তৎসঙ্গে পেনশন সংক্রান্ত বিধানাবলীও যুক্ত রয়েছে। আজকের এ কর্মশালায় পার্ট-১ এর সকল বিধি-বিধান নিয়ে আলোচনা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। তিনি উক্ত বিধিমালার আলোকে নিয়োগ, ছুটি, কর্মপরিধি, শৃঙ্খলাবিধি সহ সকল বিধিমালার উপর বিস্তারিত আলোকপাত করেন এবং উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) মাহবুব আরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকগণ এবং সকল দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এ কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।