

মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি’র মতবিনিময় সভা
বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি’র মতবিনিময় সভা
রাঙামাটির বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নে কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি।
সভায় অধিনায়ক বলেন, পাহাড়ি ও বাঙালি সবাই মিলে মিশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাঘাইছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
বাঘাইছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে চলমান দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা যেন বাঘাইছড়িতে কোন প্রকার অশান্তি সৃষ্টি না করে, সেজন্য সকল স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও হেডম্যান-কার্বারীদের ভূমিকা রাখার আহবান জানানো হয়।
সভায় মারিশ্যা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ১৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।