

বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব, কিন্তু ঢাকের তাল আর শঙ্খের ধ্বনিতে মিশে আছে উৎসব আর বিষাদের সুর। দেবী দুর্গাকে কৈলাসে বিদায় জানানোর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী আজ। দেবীর বিসর্জনের মধ্য দিয়েই শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে ইতোমধ্যেই বাজতে শুরু করেছে দেবীর বিদায়ের ঘণ্টা।
সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে শুরু হয় অঞ্জলি প্রদান। ভক্তরা দল বেঁধে এসে অঞ্জলি দেন। একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। জীবনকে রাঙিয়ে তুলতে প্রতিটি পূজামণ্ডপে দেখা গেছে নারীদের সিঁদুর খেলায় অংশগ্রহণ। এ সময় ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে চারদিক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঘুরে দেখা গেছে,উপজেলার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও ভিজে ভিজেই ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হন। মণ্ডপগুলোতে তখন চলছিল দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। পূজারত নারীদের হাতে ছিল অঞ্জলি ও সিঁদুরভর্তি থালা। পূজা-অর্চনার পর কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। এরপরই শুরু হয় সিঁদুর খেলা। নারীরা একে অপরের মুখে ও গালে সিঁদুর মেখে শুভকামনা জানান। বিবাহিত নারীদের পাশাপাশি তরুণী ও শিশুরাও এই উৎসবে অংশ নেয়। সবাই মিলে স্বামী-সন্তানের মঙ্গল ও সুখের কামনা করেন।
পূজায় আসা দর্শনার্থীরা আশা জানান, “এবার পূজার পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সিঁদুর খেলায় যেন এক ভিন্ন ভালোবাসা প্রকাশ পায়। এই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি। বিজয়া দশমীতে মায়ের বিদায়বেলায় মায়ের আশীর্বাদ নিতে এসেছি। সেই সঙ্গে অতীত জীবনের পাপ মোচন ও অশুভ শক্তির হাত থেকে মুক্তির জন্য প্রার্থনা করেছি।
এদিকে, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকেই প্রতিমাগুলোকে নৌকায় তোলা শুরু হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে নৌ-শোভাযাত্রা এবং সন্ধ্যায় নদীতেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ বছর উপজেলার ৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আত্রাইয়ে উপজেলা বিএনপির সভাপতি রেজুর পূজা মন্ডপ পরিদর্শন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এ সময় তিনি উপস্থিত সকল পূজারী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রেখে তিনি বলেন—আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, ফারুক বকত সহ উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, হিন্দু-মুসলিম ভাই ভাই : এস এম মোয়াজ্জে হোসেন চান্দু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই মন্তব্য করে আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আত্রাই থানা বিএনপির সদস্য এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বলেছেন, দুর্গাপূজায় বিএনপি’র হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি দলের প্রত্যেকটি নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।
উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক,আব্দুল হাই লিটন,ইউনিয়ন বিএনপির নেতা মোজাহার, সাহাগোলা ওর্য়াড বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, সাহাগোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।