সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিষ্টান প্রধান, বিভাগীয় কর্মকর্তা ও সততা সংঘের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা সোমবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিরোধকমিটির সভাপতি মোঃ আলী আহমদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুচয়ন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রাজু আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, জেলা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক ( দুলাল) ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা মোঃ ছানা উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রী ছিদ্রাতুল মুনতাহা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উবাচিং চৌধুরী, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তটিনী চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগর আলী, বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব সাবেক মেম্বার, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সোহাগ, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, বেতবুনিয়া ইউপি মেম্বার মোঃ মুছা ও কলমপতি ইউপি মেম্বার স্মৃতি চাকমা প্রমুখ ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ছাত্র-ছাত্রী, মেম্বারগণ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, শিক্ষক শিক্ষিকা সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। সহযোগিতায় রাঙামাটি দূর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয়।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ