সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: সম্প্রতি ঝালকাঠিতে এক হিন্দু যুবকের দ্বারা কুরআন অবমাননা এবং নবী ও তাঁর পরিবারকে কটূক্তি করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ তলাবায়ে মুছলিহীন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, ধর্ষণ ও সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদী এই মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার ২৭ অক্টোবর সকাল ৯টায় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক এবং বরিশাল-ঝালকাঠি মহাসড়কের বাসন্ডা এলাকা প্রদক্ষীন করেছে। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়।
বিক্ষোভকারীরা একযোগে দাবি জানান, এই ধরনের অপরাধ ও অশ্লীল কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে যে সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন আছে, তাদের নিষিদ্ধ করা হোক এবং জড়িতদের যথাযথ বিচারের আওতায় আনা হোক।
মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় অনুভূতির অবমাননা ও সামাজিক অপরাধের বিরুদ্ধে নীরব থাকা কোনো সমাধান নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, নৈতিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবাইকে সচেতন হতে হবে।
এছাড়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব পুনরায় তুলে ধরেন। তারা সতর্ক করেন, ধর্মীয় বা সামাজিক ঘৃণা ছড়ানো কোনো ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মিছিল শেষে বাংলাদেশ তলাবায়ে মুছলিহীন এর পক্ষ থেকে তাদের দাবী সম্বলীত একটি স্বারকলিপি দেয় জেলা প্রশাসকের কাছে।





ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝালকাঠি টিটিসির সাফল্য : সারাদেশে তৃতীয় স্থান
ঝালকাঠিতে সাবেক যুবদল নেতার ওপর পরিচ্ছন্নতা কর্মীদের হামলা অভিযোগ
ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ
পঞ্চাশ বছর ধরে ভোগাচ্ছে একটি রাস্তা : কচুগাছ রোপণ করে শিক্ষার্থীদের প্রতিবাদ
পাঁচ শতাধিক ইয়াবাসহ দুই যুবক আটক করে ডিবি