সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিষ্টান প্রধান, বিভাগীয় কর্মকর্তা ও সততা সংঘের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা সোমবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিরোধকমিটির সভাপতি মোঃ আলী আহমদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুচয়ন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রাজু আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, জেলা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক ( দুলাল) ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা মোঃ ছানা উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রী ছিদ্রাতুল মুনতাহা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উবাচিং চৌধুরী, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তটিনী চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগর আলী, বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব সাবেক মেম্বার, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সোহাগ, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, বেতবুনিয়া ইউপি মেম্বার মোঃ মুছা ও কলমপতি ইউপি মেম্বার স্মৃতি চাকমা প্রমুখ ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ছাত্র-ছাত্রী, মেম্বারগণ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, শিক্ষক শিক্ষিকা সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। সহযোগিতায় রাঙামাটি দূর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয়।





কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কঠিন চীবর দান পালন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
বেতবুনিয়ায় পাহাড় কাটতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন