

বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ ইং উদযাপন উপলক্ষে এক রেলী ও আলোচনা সভা বুধবার সকাল ১০ টায় উদযাপন করা হয়।
রেলীত্তর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) আওয়ালীন খালেক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুচয়ন চৌধুরী, কাউখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুল খালেক, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে ও সাংবাদিক মোঃ ওমর ফারুক।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী জিনি চাকমা, এ এস আই মোঃ মইন উদ্দিন, উপজেলা মতস অফিসের প্রতিনিধি প্রদিপ দাস, ইউএনও অফিসের স্টাফ মোঃ মামুন হাছান, ইনুমং মারমা, সুবাশিষ চাকমা, মোঃ জামাল উদ্দিন বিভিন্ন সংগঠনের সদস্য সহ উপজেলার বিভিন্ন এলাকার গাড়ি চালক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, যানবাহন চালকদের হতে হবে দূর দৃস্টি সম্পন্ন, হতে হবে শান্তি প্রিয়। প্রথমত চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সড়কের সম্পর্ন আইন কানুন মেনে চলাতে হবে। কারন একজন চালকের সামান্য ভুলের কারনে একটি সুন্দর জীবন নষ্ঠ হয়ে যেতে পারে। তাই সব সময় চালকদের যানবাহন চালানোর সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন।