বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
সোমবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন পরিকল্পিতভাবে দেশকে আতংক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে।আইনের শাসনের পরিবর্তে দেশেএক ধরনের স্বেচ্ছাতন্ত্র কায়েম করা হয়েছে।জনজীবনে গভীর নিরাপত্তাহীনতা তৈরী হয়েছে। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে আবার লাশ ঝুলিয়ে তা পুড়িয়ে দেয়ার ঘটনাকে তিনি এদেশে নজিরবিহীন বিভৎসতা হিসেবে আখ্যায়িত করে ছেন এবং বলেছেন এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বিভৎসতা বেড়ে যাওয়ার আশংকা রয়েছ
তিনি বলেন, ক’মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও বিচার না হওয়াও দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে।একারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন লক্ষীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ও আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরী করেছে
তিনি বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারীতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রাষ্ট্র ও সরকার মানুষের জান মালের হেফাজত না করে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে পরোক্ষভাবে দূর্বৃত্ত সন্ত্রাসীদের মদদ যুগিয়ে আসছে।তিনি বলেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকে বিশেষ কোন গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারেনা।
তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে। তিনি অপরাধীদের রাজনৈতিক ও আদর্শিক কোন সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু,আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, এড.মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল,নির্মল বডুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, বাবর চৌধুরী, শাহীন আলম, জুঁই চাকমা প্রমুখ।
সভায় জাতীয় সংসদ নির্বাচনে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় অবিলম্বে নির্বাচনে পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করে পার্টির নির্বাচন প্রার্থীদের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদী ও ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের জন্য গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।





রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি