সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
রাজধানীর শেরে বাংলা নগরে আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’-এ ক্রেতা ও বিনিয়োগকারীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আশিয়ান সিটি। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শতভাগ আস্থার পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধার সমন্বয়ে মেলায় ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
শনিবার মেলা প্রাঙ্গণে আশিয়ান সিটির স্টলে আলাপকালে প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রকল্পের বিভিন্ন বিস্তারিত দিক তুলে ধরেন।
সাখাওয়াত হোসেন বলেন, “একটি আদর্শ আবাসন ব্যবস্থার প্রধান শর্ত হলো যোগাযোগ বা রোড কানেক্টিভিটি। আশিয়ান সিটি ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীতে অবস্থিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ডিপো এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সন্নিকটে হওয়ায় আশিয়ান সিটির অবস্থান এখন অত্যন্ত আকর্ষণীয়।”
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি জানান, “ঢাকা শহরের চারপাশের তুলনায় ঢাকার ভেতরে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক। আমাদের প্রকল্পে বিনিয়োগ করলে আগামী ৩ বছরের মধ্যে বিনিয়োগের রিটার্ন ৫ থেকে ১০ গুণ পর্যন্ত পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা সব শ্রেণির মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী ও বিলাসবহুল উভয় ধরনের প্লট বিক্রয় করছি।”
সাখাওয়াত হোসেন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “আমাদের এখানে বর্তমানে রেডি প্লট রয়েছে যেখানে গ্রাহকরা এখনই বাড়ি নির্মাণ করতে পারবেন। ইতোমধ্যে এ-ব্লকের ৮০ শতাংশ এবং বি, সি ও ডি ব্লকের বড় একটি অংশ হস্তান্তর করা হয়েছে। প্রকল্প এলাকায় আশিয়ান মেডিকেল কলেজ, সুপার শপ, মসজিদ এবং ক্রিকেটারদের অনুশীলনের জন্য সুপ্রশস্ত খেলার মাঠ সহ সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
গ্রাহকদের আস্থার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, “আমরা আধুনিক ইআরপি (ERP) সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি প্লটের হিসাব রাখি, ফলে একই প্লট একাধিকবার বিক্রির কোনো সুযোগ নেই। ক্রেতারা চাইলে এক মাসের মধ্যে কিংবা দীর্ঘমেয়াদী কিস্তিতে প্লট বুঝে নিতে পারেন। আমরা মালিকপক্ষের সৎ সদিচ্ছা ও শক্তিশালী ম্যানেজমেন্ট বডির মাধ্যমে গ্রাহকের কষ্টের টাকার সঠিক মূল্যায়ন নিশ্চিত করি।”
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, “আশিয়ান সিটির মাটি অত্যন্ত শক্ত এবং এটি প্রাকৃতিকভাবেই উচ্চ ভূমি (লাল মাটি)। রাউজক এবং আমাদের নিজস্ব প্রকৌশলী দ্বারা সয়েল টেস্টে দেখা গেছে, রাজউকের নীতিমালা মেনে ভবন নির্মাণ করলে ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্পেও এখানকার অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ থাকবে।”
পরিশেষে, মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে প্লট বুকিং দেওয়ার সুযোগ গ্রহণের জন্য তিনি ক্রেতা ও দর্শকদের আশিয়ান সিটির স্টলে আসার এবং মেলার পরে তাদের অফিসে আসার আমন্ত্রণ জানান।





তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন