সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান নামের ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিয়াম নামের ১৯ বছরের এক তরুন গুরুতর আহত হয়েছেন। আহত এবং নিহত এই দু’জন একে অপরের সহোদর।
২৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান ও তার ছোট ভাই সিয়াম মোটরসাইকেল যোগে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে রাজাপুর গামী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম চালক একটি বাস ওভারটেক করার সময় রং সাইডে চলে এলে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন এবং তার ভাই সিয়াম ডান পায়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আব্দুর রহমান মারা যান।
নিহত আব্দুর রহমান ও আহত সিয়াম ঝালকাঠির ছত্রকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহ আলম খানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।





ঢাকা-ঝালকাঠি রুটে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৫ : আহত ১২
পাঁচশো টাকায় জীবন বাজী ঝালকাঠিতে কৃষকের মৃত্যু
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা