বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মহিলা মেম্বর প্রার্থীর উপর হামলা ভাংচুর ও লুঠপাট আহত ২
মহিলা মেম্বর প্রার্থীর উপর হামলা ভাংচুর ও লুঠপাট আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) ঝিনাইদহে ইউপি নির্বাচনে গত ৭ ই মে দোগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন থেকে মোছাঃ জাহানারা খাতুন নামে এক জন প্রার্থী প্রতিদন্ধিতা করে পরাজিত হয়৷ পরের দিন নৌকা প্রতীকের বিজয় মিছিল থাকা বেলা ৯ ঘটিকার দিকে গোয়াল পাড়া গ্রামের সামছুল, হারুন, নুর মোহাম্মদ, ওয়াসিম, দাউদ, ইউসুফ এর নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল জাহানারা খাতুনের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে শিমুল কে বাড়ীর পাশে ফেলে মারধর শুরু করে৷
এই সময়ে জাহানারা ছেলে কে ঠেকাতে গেল ছেলের সাথে তাকে বেধড়ক মারপিট করে ভীষণ ভাবে আহত করে৷ তারা শিমুল ও জাহানারা খাতুনের হাত ভেঙ্গে দেয়৷ এই অবস্থায় বাড়ীর অন্য মেয়েরা জীবন ভয়ে দৌড়ে পালিয়ে যায়৷ তারা জাহানারা খাতুনের অন্তসত্ত্বা গৃহবধূ পলি খাতুন কেউ মারার জন্য উদ্রত হয় কিন্তু তিনি কোন রকমে দৌড়ে প্রান নিয়ে বেঁচে যায়৷ তাহার সাথে আরেক গৃহবধূ শারমিন ও স্কুল পড়ুয়া মেয়ে দৌড়ে পালিয়ে যায়৷
হামলাকারীরা এই সময়ে তাদের বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে একটি টিভিএস মোটর সাইকেল জানালা-দরজা, রঙ্গিন টেলিভিশন ও পানির মোটর ভাংচুর করে৷ এই ভাংচুরের সময় ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা প্রায় ১ লক্ষ ৫০ হাজার নগদ টাকা, ১০ আনা ওজলের স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের স্বর্ণের কানের এক জোড়া দুল, ৮ আনার দুইটি স্বর্ণের আংটি, স্বর্ণের ১ ভরি ওজনের ২ টা রুলি নিয়ে যায়৷
এছাড়া ঘরে থাকা ৪০ হাজার টাকার ওয়ালটন ফ্রিজ ও ১০ মন ধান নিয়ে যায়৷
এই সময় গ্রামের লোকজন জাহানারা ও শিমুল কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে৷ এই ঘটনা কে কেন্দ্র করে ঝিনাইদহ সদর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে ৷

      
      
      



    ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি    
    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার    
    মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২    
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ    
    নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং    
    লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    
    মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪