শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত
গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.১০মিঃ) গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে এক কৃষিশ্রমিক ও এক গৃহবধূ মারা গেছেন৷ দুজন আহত হয়েছেন৷
১২ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে আব্দুস সাত্তার (২৬) এবং কাপাসিয়ার সিঙ্গুয়া পশ্চিম পাড়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী রবিনা (৪০), আহতরা হলেন, রাজিয়া (৩৫), নিজাম উদ্দিনের মেয়ে মনি (১২)৷
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কৃষি শ্রমিক মো. সাত্তার আলী কাপাসিয়া উপজেলার উত্তরখামের গ্রামের আব্দুর রশীদের জমিতে ধান কাটছিল৷ বৃস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
অপরদিকে, প্রায় একই সময় গৃহবধূ রুবিনা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন৷ বজ্রপাতের কারনে উভয়ের বুক ঝলসে গেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে৷ নিহতদের স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে৷

      
      
      



    গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে    
    গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল    
    আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল    
    রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন    
    গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’    
    গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা    
    বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন    
    গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ