রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নারী উন্নয়ন ফোরাম এর আঞ্চলিক কর্মশালা
নারী উন্নয়ন ফোরাম এর আঞ্চলিক কর্মশালা

গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৭মিঃ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ২২ মে রবিবার সকালে ‘নারী উন্নয়ন ফোরাম’ এর ঢাকা বিভাগীয় দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি৷
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহসান, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ঢাকা বিভাগের ডিভিশনাল ফ্যাসিলিটেটর ডঃ সোহেল ইকবাল প্রমুখ৷
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, নারীর অবদানের জন্যই বাংলাদেশ নিন্ম মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দিয়ে গেছেন কিন্তু তা আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি৷ বাংলাদেশের নারীর ক্ষমতায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা৷
১৯৯৬ সাল থেকে নারীর ক্ষমতায়ন শুরু হয়৷
প্রতিমন্ত্রী বলেন, মেধা পুরুষের চাইতে নারীর কম নয়, সুযোগ দিলে নারীরা পুরুষের চাইতে বেশী দক্ষতা দেখাতে পারবে৷ তিনি বলেন, নারীর ক্ষমতায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে৷ জাতীয় সংসদের আইন প্রণয়নে কেবল পুরুষ নয়, নারীরাও বিশেষ অবদান রাখছে৷
তিনি নারীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না যেন নারীদের কেউ খারাপ বলতে পারে৷
কর্মশালায় গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলার নারী উন্নয়ন ফোরাম এবং নির্বাহী কমিটির প্রতিনিধিগণ অংশ নেন৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ