রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়া সরকার উত্খাতে মোসাদের সাথে ষড়যন্ত্র করছেন : মোহাম্মদ নাসিম
খালেদা জিয়া সরকার উত্খাতে মোসাদের সাথে ষড়যন্ত্র করছেন : মোহাম্মদ নাসিম

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে ও দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকার পতনে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়া এখন ষড়যন্ত্র শুরু করেছেন৷ নির্বাচিত সরকারকে উত্খাত করতে বেগম জিয়া মুসলানদের শত্রু ইহুদীদের সাথে হাত মিলিয়েছেন৷ ৪ জুন শনিবার বিকেলে বাজার ষ্টেশনস্থ মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু মোহাম্মদ গোলাম শোক ও স্ম্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
মোহাম্মদ নাসিম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে-বিশ্ব যখন শেখ হাসিনার নেতৃত্বকে প্রশংসা করছে, তখন বেগম জিয়া ইহুদীবাদের সংগঠন মোসাদের সঙ্গে দিল্লীতে বসে সরকার পতনের ষড়যন্ত্র করেছে৷ এর আগেও তারা রনডনে বসে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কেও অপহরন ও হত্যার ষড়যন্ত্র করেছিল৷ কিন্তু সে ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে৷ জনগনকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও তিনি বলেন৷
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসে সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান প্রমুখ৷
এর আগে তিনি সিরাজগঞ্জ সার্কিট হাউসের হলরুমে প্রস্তাবিত শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপুরণ বাবদ ৪৫ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকার চেক জেলা প্রশাসক বিল্লাল হোসেনের হাতে তুলে দেন৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন