শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.২৮মিঃ) সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরুধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছেন৷ গতকাল ১৬ জুন বৃহস্পতিবার বিকেলের উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আবদুর রশীদ ও দূর্যাকাপন গ্রামের বকুল আলী লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতরা হলেন-বকুল আলী, আমিনুর রহমান, ওলিউর রহমান, আবদুর রশীদ, জাকারিয়া আহমদ, তছলিমা বেগম৷ আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে৷ তবে বিষয়টি আপোষ-মিমাংশায় শেষ করার জন্য এলাকার মুরব্বীরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷
জানাগেছে, উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আবদুর রশীদ ও দূর্যাকাপন গ্রামের বকুল আলী লোকজনের মধ্যে পূর্বে বিরোধদের জের ধরে কথাকাটাটি হয়৷ এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে উভয় পক্ষের নারীসহ অনন্ত ৬জন আহত হন৷ খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন৷
এব্যাপারে বকুল আলী সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের লোকজন আমার বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুটপাঠ করে নিয়ে গেছে৷
আবদুর রশীদ বলেন, কাজ (দিনমজুর) থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরুদের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে৷ টাকা লুটপাঠের অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন৷
স্থানীয় ইউপি সদস্য রফিক হাসান বলেন, বিষয়টি আপোষ-মিমাংশার চেষ্টা চলছে৷
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪