রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৫২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) ‘বাসিয়া নদী’র তীরে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খননের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ১৯ জুন রবিবার সকালে ‘বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ, বিশ্বনাথ’র উদ্যোগে স্মারকলিপিটি প্রদান করা হয় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামম চৌধুরী৷ স্মারকলিপি প্রদান করেন সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা উদিচি’র সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক নাট্যকর্মী ফজল খান৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সুরমা নদী থেকে উত্পত্তি হয়ে কুশিয়ারা নদীতে গিয়ে শেষ হওয়া ‘বাসিয়া নদী’র গূরুত্ব সিলেটের দক্ষিণ সুরমা-বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষি কাজের জন্য অপরিসীম৷ নদীটি বেশির ভাগ অংশ বিশ্বনাথ উপজেলায় থাকায় বাসিয়ার সাথে এঅঞ্চলের মানুষের সুখ-দুঃখ সর্বদা জড়িত আছে৷ খননের অভাবে ও অবৈধ দখলের ফলে নদীটি আজ অনেক সংকুচিত হয়ে নিজের নাব্যতা হারিয়ে ফেলেছে৷ নদীতে ফেলে ময়লা-আবর্জনা পচেঁ দুষিত হচ্ছে পরিবেশ৷ আর নদীর তীর ভরাট অংশ অবৈধ ভাবে দখল করে সমাজের ভূমিৰেকোরা নির্মাণ করছেন দোকান-পাঠ’সহ বড় বড় অট্টালিকা৷ উপরোক্ত বিষয় বিবেচনা করে নদী তীর দখলমুক্ত ও পুনঃখননের দাবিও জানানো হয় স্মারকলিপিতে৷
উল্লেখ্য, গত ৫ জুন বিশ্বনাথ উপজেলা সদরে বাসিয়া সেতুর উপর একই দাবিতে ‘বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠত হয়েছে৷ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান