বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা
বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৮মিঃ) সিলেটের বিশ্বনাথে প্রথম ইউনিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলার রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে৷ ২২ জুন বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর এই ঘোষণা প্রদান করেন৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ৷ তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সমাজ থেকে ওই অভিশাপকে জাদুঘরে পাঠাতে হবে৷ তিনি আরোও বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে পারলে দেশ থেকে মা ও শিশু মুতু্যর হার অনেকটাই কমে যাবে৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উত্তর বিশ্বনাথ আজমদ উলস্নাহ কলেজের অধ্যৰ নেছার আহমদ, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম৷ সভার শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাইয়ুম ও স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর৷
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান ও রামাপাশা ইউনিয়নের কাজী মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই