বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সরকারি সড়কের পাশ্বর্শে রোপনকৃত ১৭টি গাছ কাটার অভিযোগ
সরকারি সড়কের পাশ্বর্শে রোপনকৃত ১৭টি গাছ কাটার অভিযোগ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে সরকারি সড়কের দুই পাশের রোপনকৃত ১৭টি গাছ প্রতিপক্ষ কর্তৃক কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ উপজেলার অলংকারী ইউনিয়নস্থ ‘ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি চুনু মিয়া, সহ সভাপতি রানা মিয়া, সাধারণ সম্পাদক সুলতান মিয়া, যুগ্ম সম্পাদক আবদুস শহিদ লিখিত অভিযোগটি দায়ের করেন ৷ অভিযোগে উপজেলার অলংকারী গ্রামের মৃত আবদুল গণির পুত্র আক্তার হোসেন ও আতাউর রহমান তারেককে অভিযুক্ত করা হয়েছে ৷
অভিযোগপত্র সূতে জানা গেছে, ২০০৮ সালে সরকারী অনুমতি নিয়ে ‘ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নেতৃবৃন্দ ‘বিশ্বনাথ জিসি নোয়াগাঁও অলংকারী ইউপি-পনাউল্লা বাজার আরএইচডি সিলেট’ সড়কে বৃক্ষ রোপন করেন৷ বৃক্ষরোপনের কিছু দিন পর অভিযুক্তরা রোপনকৃত কিছু গাছ উপড়ে ফেলেন ৷ এরপর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয় ৷ তবে সমিতির পক্ষ থেকে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি ৷ এসময় অভিযুক্তদের একজন হুমকি দিয়ে ছিল যে তাঁর ভাই লন্ডন থেকে আসার পর সড়কে রোপন করা সকল গাছ কেটে ফেলবে ৷ সে মোতাবেক তাঁর ভাই দেশে আসার পর সকল গাছ কেটে নিতে আসলে সমিতির পক্ষ থেকে তাঁদেরকে বাঁধা প্রদান করা হয় ৷ কিন্তু তাঁরা বাঁধা উপেৰা করে গাছ কেটে নিয়ে যায় ৷ এরপর এলাকার মুরব্বীদের নিয়ে বাঁধা দিলে তাঁরা তাও অমান্য করে আরো গাছ কেটে নিয়ে যায় ৷ সর্বশেষ গত ৮ অক্টোবর রাতের আধাঁরে রেন্টি, কদম, চামবল, বেলজিয়ামসহ ১৭টি গাছ কেটে সড়কে ফেলে যায় ৷
লিখিত অভিযোগপত্র প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷
আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২৫ মিঃ





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান