শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » চাটমোহরের মাথা জোড়া লাগানো শিশু দুটিকে ঢাকা বিএসএমএমইউতে ভর্তি
চাটমোহরের মাথা জোড়া লাগানো শিশু দুটিকে ঢাকা বিএসএমএমইউতে ভর্তি
এম এস আলম বাবলু, চাটমোহর প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৯মিঃ) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে আটলংকা গ্রামের জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো দুটি মেয়ে শিশুকে ২২ জুলাই শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শিশু সার্জারি বিভাগে তাদের চিকিত্সা চলছে৷ শিশু দুটির বাবা রফিকুল ইসলাম এবং মা তাসলিমা৷ এই দম্পতির ৬ বছর বয়সি আরেকটি মেয়ে শিশু আছে৷ রফিকুল ইসলাম উপজেলার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷
টায়ফয়েডে আক্রান্ত শিশু দুটির পিতা রফিকুল ইসলাম চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিত্সাধীন অবস্থায় বলেন, গত ১৬ জুলাই পাবনার পিডিসি ক্লিনিকের চিকিত্সকরা তাসলিমাকে সিজার করে৷ সিজারের পর দেখা মাথা জোড়া লাগানো দুটি শিশু৷ মাথা ছাড়া শিশু দুটির সবকিছু আলাদা৷ চিত্ হয়ে ঘাড় কাত করে দুজনে মাথা মিশিয়ে শোয়ার মতো, দুজনের মাথার তালু জোড়া লাগানো৷ তিনি আরো বলেন, শুনেছি বিএসএমএমইউতে এ ধরনের জোড়া লাগানো শিশুর অপারেশন করা হয়৷ তাই শিশু দুটিকে নিয়ে শুক্রবার সকালে তাদের খালা বিএসএমএমইউতে ভর্তি করিয়েছেন৷ আমি টায়ফয়েডে আক্রান্ত তাই মেয়েদের সাথে ঢাকায় যেতে পারিনি৷ আমার স্বজনরা শিশু দুটির সাথে আছে৷ মেয়ে দুটিকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছি৷ তিনি মেয়েদের সুস্থ্যতার জন্য দেশবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন৷
শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মো. রুহুল আমিন বলেন, তাদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে৷ দুটি শিশুর মধ্যে একজনের সামান্য জন্ডিস হয়েছে৷ সাধারণ যেসব পরীক্ষা, সেগুলো করা হয়েছে৷ এখন তাদের বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না৷ তাই মাথার পরীক্ষাগুলো আরো কয়েকদিন পরে করার পরিকল্পনা আছে৷





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ