সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: গোচারণ ভূমি পানিতে ডুবে যাওয়ায় এবং ক্রমাগত লোকসানের কারণে বোরো ধানের আবাদ কমে যাওয়ায় পাবনা নাটোর সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত থানা গুলোতে গো খাদ্য সংকট প্রকট আকার ধারণ করছে৷ ভাটি এলাকায় গোখাদ্যের সংকট আরো বেশি হওয়ায় ভাটি এলাকার গোখামারীরা চলনবিল এলাকা থেকে বেশি দামে খড় ক্রয় করে নৌকাযোগে নিয়ে যাচ্ছেন ভাটির দিকে৷ ফলে চলনবিলাঞ্চলে ক্রমশই এ সংকট বাড়ছে৷
জানা গেছে, চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ, সিংড়া, গুরম্নদাসপুরসহ এর আশপাশের বিসত্মীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে৷ ফলে ঘাসের ক্ষেতসহ গোচারণ ভূমি গুলো তলিয়ে গেছে পানির নিচে৷ মাঠ থেকে কাঁচা ঘাস সংগ্রহ করতে না পেরে এ এলাকার গরম্ন মহিষের মালিকদের খড়ের উপড় নির্ভরশীল হতে হচ্ছে৷
হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইয়ার মাহমুদ জানান, প্রতি মন খড় প্রায় ৪শ টাকায় বিক্রি হচ্ছে৷ খইল ভূশির দাম ও অনেক বেড়ে গেছে৷ এ অবস্থা চলতে থাকলে এ এলাকার মানুষের পক্ষে গবাদী পশুপালন প্রায় অসম্ভব হয়ে পরবে৷ গোখাদ্য সংকটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষক গোডাউনে ধান সরবরাহ করতে না পারায় ক্রমাগত লোকসানের মুখে বোরো ধানের আবাদ কমিয়ে দেওয়ায় কমছে খড় উত্পাদনও৷ যার প্রভাব পরছে গবাদী পশু পালনে৷
খড় বিক্রেতারা জানান, নিচু এলাকা চলনবিলাঞ্চলে ব্যাপক ভাবে বোনা আমন ধানের চাষ হয়ে থাকে৷ কিন্তু বোনা আমন ধানের খড় পশু তেমন না খাওয়ায় পশু পালনে এ এলাকার মানুষকে বোরো ধানের খড়ের উপর নির্ভর করতে হয়৷ প্রতি বছর বর্ষা মৌসুমে এ সংকট বেশি হয়ে থাকে৷ যশোর, নওগা, মাগুড়া, ঝিনাইদহসহ দেশের উত্তরাঞ্চল থেকে ট্রাক যোগে রোপা আমন ধানের খড় চলনবিলাঞ্চলে এনে বিক্রি করি আমরা৷ ট্রাক ভাড়া বেশি হওয়ায় খড়ের দাম ও বেশি পড়ে৷ তাই বাধ্য হয়ে খামারীদের বেশি দামে খড় কিনে গবাদী পশুকে খাওয়াতে হয়৷ বর্তমান প্রতি একশ আটি খড় বিক্রি হচ্ছে প্রায় ৩শ টাকায়৷
চাটমোহর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার জানান, বৃহত্তর চলনবিলাঞ্চলে প্রায় দুই হাজার গবাদী পশুর খামার রয়েছে৷ বর্ষাকালে কাঁচাঘাসের উত্পাদন কম হওয়ায় খামারীরা বিকল্প হিসেবে দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পরছে৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান