শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে
বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৫-১৭ ’’ এর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে । গত ৩১ জুলাই সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ)যুগ্মসচিব মো. মোশারফ হোসেন মোল্লা , কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মিসেস আইনুন নাহার ও প্রতিষষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
গত ১৮ মে থেকে ৪ জুন,২০১৬ পর্যন্ত দেশের ৬৪ জেলায় প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হয়। সারা দেশ থেকে প্রায় ২০ হাজার ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকে ১০০০ জনকে নিয়ে এক মাসের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে । ঢাকা বিকেএসপিসহ বরিশাল, খুলনা, দিনাজপুর ও চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে এ কার্যক্রম এক সাথে পরিচালিত হচ্ছে। ১ মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান কিছু সংখ্যক খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে । বিগত সময়ে এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা প্রায় ৭০ ভাগ বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তি করানো হয়েছে ।
ক্রীড়া সচিব প্রতিভা অন্বেষন ক্যাম্প উদ্বোধন শেষে বিকেএসপি পরিচালিত সকল ক্রীড়া বিভাগ, কলেজ শাখা, ক্রীড়া বিজ্ঞান শাখা ও ছাত্র হোস্টেল পরিদর্শন করেন।দিনব্যাপী বিকেএসপি পরিদর্শন শেষে বিকেএসপি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । পরে তিনি সন্ধ্যায় বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট