মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এক রাতে লামা বাজারের ৪ দোকানে দুর্ধর্ষ চুরি : আটক ১
এক রাতে লামা বাজারের ৪ দোকানে দুর্ধর্ষ চুরি : আটক ১
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি ::(২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১২মিঃ) বান্দরবানের লামায় এক রাতে চার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে ৷ ৯ আগষ্ট মঙ্গলবার ভোরে লামা শহরের ২টি ইলেকট্রনিক্স, ১টি হোটেল ও ১টি সিগারেট এজেন্টের দোকানে এ চুরি হয়৷ সংঘবদ্ধ চোরেরা দোকানে রক্ষিত নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়৷ শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লামা বাজারের ব্যবসায়ীরা৷ চুরি রোধে বাজারে পুলিশি টহল জোরদারের দাবী জানান ব্যবসায়ীরা৷ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ জেনিফা এন্টারপ্রাইজের মালিক মো. আলমগীর বাদী হয়ে থানায় মামলা করেছেন৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে মো. রুবেল (২৫) নামে একজনকে আটক করেছে৷
ব্যবসায়ীরা জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টার দিকে চোরের দল একে একে বাজারের জনতা ব্যাংক সংলগ্ন জেনিফা এন্টারপ্রাইজের গিরিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৪ লক্ষ ৮৫ হাজার টাকা, ভাই ভাই ইলেকট্রনিক্সের নগদ ৫২ হাজার ৬৭৩ টাকা, ২টি বিকাশ মোবাইল সেট, মক্কা এন্টারপ্রাইজের ১০ হাজার টাকা সমপরিমাণ গাড়ীর যন্ত্রাংশ ও শাহ্ জব্বারিয়া হোটেলের ক্যাশ থেকে নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়৷
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নেচার আহমদ ও রফিকুল ইসলাম বলেন, একের পর এক চুরির ঘটনায় আমরা ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি৷
এক রাতে চার দোকানে চুরির সত্যতা নিশ্চিত করে বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাপান বড়ুয়া জানান, পুলিশ, ভিডিপি ও পৌরসভার পাহারাদার থাকা সত্ত্বেও একই রাতে চার দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন৷
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, চোরের উত্পাত বন্ধে পাহারা আরো জোরদার করা হবে৷ এ চুরির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে৷





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ