সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের চিত্রা নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
ঝিনাইদহের চিত্রা নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৪মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের মত্স ও পোল্ট্রি ব্যবসায়ী আকুল হোসেনের জালে ১৫ আগষ্ট রবিবার রাতে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে৷ আকুল হোসেন তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে জাল ফেলে মাছটি ধরেন৷
বিরল এ প্রজাতির মাছটি দেখতে এলাকার শত শত উত্সুক মানুষ তার বাড়িতে ভিড় জমায়৷ সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা মাছটি দেখতে রাতেই ওই মত্স ব্যবসায়ীর বাড়িতে যান৷
মাছটির মাথার অংশ দেখতে অনেকটা টেপা মাছের মতো৷ তবে এটি শৈল মাছের মতো লম্বা৷ মাছের সমসত্ম শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ৷
আকুল হোসেন বলেন, ‘রবিবার রাত আটটার দিকে বাড়ির পাশের নদীতে জাল ফেললে এই অপরিচিত মাছটি ধরা পড়ে৷ আমি এ ধরনের মাছ আগে কখনো দেখিনি৷ এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে৷ সবাই বলছে, তারা আগে কখনো এ ধরনের মাছ দেখেনি৷ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা এটিকে ‘সাকার ফিশ’ বলে শনাক্ত করেছেন৷
মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘গত বছর একজন জেলে দুটি সাকার ফিশ পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়নের কাছে নিয়ে যান৷ তখন মাছ দুটি সদর উপজেলা পরিষদের পুকুরে ছেড়ে দেওয়া হয়৷ অনুমান করা যেতে পারে, এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরো আছে৷’ তিনি আরো বলেন, ‘মাছটি আকুল হোসেন যত্নে রেখেছেন৷ পরে এটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে যাতে সে তার সঙ্গীদের সাথে একত্রে থাকতে পারে৷’
তবে তথ্যভান্ডার উইকিপিডিয়ায় বলা হয়েছে, এই মাছটির নাম হলো ‘সুইপার ফিস’৷ এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে৷ এছাড়া এ প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়৷





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি